শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

ঋণ না পেলে রসাতলে যাবো, বিষয়টি তেমন নয়: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বিশ্বব্যাংক থেকে ঋণ না পেলে রসাতলে যাবো, বিষয়টি তেমন নয়। আমরা ঋণ নেওয়াসহ সার্বিক বিষয়ে চিন্তা-ভাবনা করছি। প্রয়োজন বোধ করলে ঋণ নেবো।’ গতকাল শনিবার (৫ নভেম্বর) বেলা সোয়া ১১টায় রংপুর নগরীর চিকলী বিনোদন পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশে দুর্ভিক্ষ হতে পারে’’। এর পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘‘দেশে যেন এক ইি জমিও অনাবাদি না থাকে’’। তার মানে প্রধানমন্ত্রী এই ম্যাসেজ দেওয়ার মাধ্যমে আমাদের সতর্ক করেছেন। বিশ্বব্যাংকের ব্যাপারও তাই। আমাদের রিজার্ভ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি বিশ্বব্যাংক আমাদের সহায়তা করবে, এতে কোনও সমস্যা হবে না। আমাদের অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে তাদের দেওয়া শর্ত পরীক্ষা করে দেখছে। আমরাও চিন্তা-ভাবনা করছি। ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ব বাজারে একটু দাম বেড়ে গেলে কিছু অসৎ ব্যবসায়ী সুযোগ নেয়। সেটা আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি।’
পোশাক রফতানির বিষয়ে টিপু মুনশি বলেন, ‘বিদেশে পোশাক রফতানিতে এই মুহূর্তে একটু নিম্নমুখী প্রবণতা আছে, যা ২-৩ মাস আগেও সর্বোচ্চ পিকআপে ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির ওপর চাপ পড়েছে। এ জন্য পোশাক রফতানি কমেছে। তবে আগামী জানুয়ারি-ফ্রেরুয়ারিতে বড় ধরনের অর্ডার আমরা পাবো। আশা করি তখন সেই ক্ষতি পুষিয়ে যাবে।’ এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে রংপুরে আসেন বাণিজ্যমন্ত্রী। দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের সম্মেলনেতিনি যোগ দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com