পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু পরিবেশে, এইচএসসি সমমান ও কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা উপজেলার মূল কেন্দ্র, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, খারিজ্জমা কলেজ ও কালিকাপুর সিনিয়র মাদ্রাসায় মোট চারটি কেন্দ্রে, প্রথম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, কেন্দ্রগুলোতে ও তার আশে-পাশের পরিবেশ, আইন-শৃঙ্খলা ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষার্থীদের এডমিট, কলম ছাড়া কোন প্রকার মোবাইল, বই -পত্র নিয়ে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেয়নি। প্রতিটি কক্ষে, শিক্ষকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে। এছাড়া, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম সহ প্রতিটি কেন্দ্রে সরকারি অফিসার ভিজিলিং টিমের দায়িত্ব পালন করে। কেন্দ্র সচিব সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, কঠোরভাবে, নকল মুক্ত পরিবেশে প্রতিটি কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রণ করেন। উল্লেখ্য যে, গলাচিপায় এইচএসসি সমমানের পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১হাজার ৮ শত ৪ জন। এই শিক্ষার্থীদের মধ্যে ২৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।