ঢাকার আশুলিয়ায় বংশী নদীর তীর ঘেষে নব নির্মিত নয়ারহাট-কুলুপাড়া সড়ক বাঁচাতে এবং সড়কের পাশে ঘরে উঠা দোকান ঘর উচ্ছেদ না করার দাবী জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী দোকানদারগণ। সোমবার সকাল সারে ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় নয়ারহাট বাজার বাইপাস ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যানারে প্রায় দুই শতাধিক দোকানদার এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, বংশী নদীর পাশ দিয়ে নয়ারহাট বাজার থেকে কুলুপাড়া পর্যন্ত প্রায় ত্রিশ ফিট প্রশস্ত নব-নির্মিত সড়কের পশ্চিম পাশের এ্যাপ্রোচ বাঁধের উপর প্রায় ১২/১৩ বছর ধরে ৮০টি ক্ষুদ্র দোকানঘর রয়েছে। যা বর্তমানে নদীর গাইডওয়াল হিসেবে ব্যবহার হচ্ছে। নয়ারহাট বাজার বাইপাস সড়ক সংলগ্ন দোকান ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ সহ ৮০টি দোকান ঘরের মালিক ও কর্মচারীদের পরিবার নিয়ে প্রায় দুই শতাধিক মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হচ্ছে। সম্প্রতি জানা গেছে আদালতের নির্দেশনা অনুযায়ী নদীর জমিতে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। এসব দোকানগুলো উচ্ছেদ না করার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে বক্তারা। বক্তারা আরো বলেন, নদীর পাশ দিয়ে নব নির্মিত রাস্তাটি টিকিয়ে রাখার জন্য দোকানগুলো থাকায় নতুন করে গাইডওয়ালের দরকার হবেনা। পাশাপাশি সরকারী অর্থও অপচয় হবেনা। এমতাবস্থায় যেকোন শর্তে দোকান ঘরগুলো সরকারিভাবে বন্দোবস্ত বা বরাদ্দ দেওয়া হলে সরকারের রাজস্ব আয় বাড়বে। পাশাপাশি দোকান ব্যবসায়ীদের পরিবারগুলোর জীবিকার ব্যবস্থা করতে প্রধানন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন। মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, নয়ারহাট বাজার বাইপাস ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতা মো: শাহাজ উদ্দিন (শাওন), পাথালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বুলু, আক্তার হোসেন সহ প্রায় দুই শতাধিক দোকান ব্যবসায়ী ও কর্মচারীগণ।