কেশবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং কেশবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা হুমায়ুন কবির খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকবর আলী, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, বিদানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউ চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, মজিদপুর ইপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ ও সাংবাদিক শামীম আখতার মুকুল, প্রভাষক মহসিন আলম।