নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছলো পাকিস্তান। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় বাবর আজমের দল। সিডনিতে টসে জিতে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৫২/৪-এ। জবাবে ৫ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে পাকিস্তান। ম্যাচে জোড়া ফিফটি হাঁকান দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন রিজওয়ান। অন্যদিকে এবারের বিশ্বকাপে প্রথম অর্ধশতকের দেখা পেলেন বাবর আজম। বুধবার ৪২ বলে ৫৩ রান করেন পাকিস্তান অধিনায়ক। আর মোহাম্মদ হারিস করেন ২৫ বলে ৩০ রান। বিশ্বকাপে শুরুর চার ম্যাচেই এক অঙ্কের রানে (০, ৪, ৪, ৬) উইকেট খোয়ান বাবর। আর বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে করেন ২৫ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৫৩ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। আজ সিডনিতে আগে ব্যাটিংয়ে নেমে ড্যারিল মিচেলের অপরাজিত ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৫২ রান তোলে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শাহিন শাহ আফ্রিদি। তবে রিভিউ নিয়ে বেঁচে যায় কিউই ওপেনার। যদিও পরের বলে ফের অ্যালেনকে এলডব্লিউতে ফেরান শাহিন আফ্রিদি। এবার রিভিউ নিয়েও রক্ষা হয় ৩ বলে ৪ রান করা অ্যালেনের। শুরুর ধাক্কা সামলে ৩৪ রানের জুটি বাঁধেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ২০ বলে ২১ রান নিয়ে কনওয়ে ফিরলে ভাঙে এই জুটি। এরপর গ্লেন ফিলিপস সুবিধা করতে পারেননি। ৮ বলে ৬ রান করেন মোহাম্মদ নওয়াজের উইকেটে পরিণত হন তিনি। ধাক্কা সামলে ৬৮ রানের জুটি গড়েন অধিনায়ক উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ৪২ বরে ১ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন উইলিয়ামসন। ফিফটি হাঁকিয়ে অপরাজিত ছিলেন ড্যারিল মিচেল। ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি। ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন জিমি নিশাম। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। একটি উইকেট পান মোহাম্মদ নওয়াজ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান একাদশ:মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।