সুবর্ণচর উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শুভ উদ্বোধনী হয়েছে। ৯ নভেম্বর, ২০২২ খ্রি. রোজ বুধবার সকাল সাড়ে ১০টায় সুবর্ণচর উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসাইন বাহার চৌধুরী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে লাল পিতা কাটার মাধ্যমে উপজেলা প্রাঙ্গণে বসানো স্টলের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা। এর পর নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন এবং নতুন উদ্ভাবিত বিষয়ে জানেন। অনুষ্ঠানে সরকারি বে-সরকারি মোট ২৬ টি স্টল বসে। এছাড়া, স্টল ঘুরে দেখেন চর জব্বার থানার এসআই সালাউদ্দিন মাসুদ।