শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

তেঁতুলিয়া পিকনিক কর্ণারে গুণতে হচ্ছে প্রবেশ ফি

পঞ্চগড় প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

ভ্রমণ পিয়াসুরা ইতিধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পিকনিক কর্ণারে প্রবেশ করলে এখন থেকে গুণতে হচ্ছে প্রবেশ ফি। বছরব্যাপী পিক ও অফপিক সিজনে দুই ধাপে এই প্রবেশ ফি নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। আর ওই নির্ধারীত ফি নিচ্ছে ইজারাদার। গত বুধবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসনের পক্ষে এই ইজারা বিজ্ঞোপ্তি প্রকাশ করেন তেঁতুলিয়া পিকনিক কর্ণার উন্নয়ন কমিটির আহব্বায় ও উপজেলার সহকারী কমিশনা (ভূমি) জনাব মাসুদুল হক। জানা গেছে, আগত পর্যটকদের প্রবেশ ফি’র পাশাপাশি যানবাহন পার্কিং ফি দিতে হচ্ছে। দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের সীমান্তের ‘মহানন্দা নদী’ সংলঘ্ন পিকনিক কর্ণারে দীর্ঘদিন থেকে পর্যটকরা বিনা মূল্যে প্রবেশ এবং ভ্রমণ করলেও এখন থেকে গুণতে হচ্ছে প্রবেশ ফি। টেকনাফ থেকে তেঁতুলিয়ায়” এই প্রবাদের বহু পরিচিত তেঁতুলিয়ায় সারা বছর দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। দীর্ঘদিন পর্যটকরা বিনামূল্যে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত তেঁতুলিয়া পিকনিক কর্ণার বা বিনোদন কেন্দ্রটি ব্যবহার করলেও পিকনিক কর্ণারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য প্রবেশ ফি’র উপর উপজেলা নির্বাহী অফিস কার্যালয় শর্তসাপেক্ষে ইজারা দেয়া হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, যেহেতু সারাদেশের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে তাই আমরাও আমাদের এই পিকনিক কর্ণারটি খুলে দিয়ে ইজারা বিজ্ঞোপ্তি প্রকাশ করি। ইজারার দরপত্র দাখিলের শেষ তারিখ গত মঙ্গলবার (২৫ আগস্ট) ছিল। এর পর সর্বোচ্চ দরদাতা আতাউর রহমান নামে একজনকে এই পিকনিক কর্ণারের ইজারা দেয়া হয়। যেহেতু পিকনিক কর্ণারের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক ভূমিকা রয়েছে তাই এই পিকনিক কর্ণারের উন্নয়ন ও সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের জন্য আগত পর্যটকদের নির্ধারীত ফি গুণতে হবে। যা ইতি মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com