ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি, ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে দাউদকান্দিতে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দাউদকান্দি হাইওয়ে থানা প্রাঙ্গনে এই ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে এর আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ কল্পে বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় চালক, শ্রমিক, জনতা, রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি সহ বিভিন্নস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সার্জেন্ট সাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁঞা,ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁরির ইনচার্জ মোঃ ওবায়েদুল হক,সাংবাদিক হাবীবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,সাংবাদিক ওমর ফারুক মিয়াজী,সাংবাদিক কামরুল হক চৌধুরী,গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শেলিনা আক্তার, নিসচা’র দাউদকান্দি উপজেলার আহ্বায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান সড়ক দুর্ঘটনার কিছু কারণ উল্লেখ করে বলেন, ওভার স্পীড, ওভার টেকিং, ওভারলোড এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, অদক্ষ ড্রাইভার দের হাতে গাড়ি ছেড়ে দেওয়া, চলন্ত গাড়ীতে চালকের মোবাইল ব্যবহার, ট্রাফিক আইন অমান্য করার মত কিছু কারণেই মহাসড়কে দুর্ঘটনা ঘটে। চালক ও সাধারণ যাত্রীরা মহাসড়ক পারাপারে সচেতন হলে দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। সর্বস্তরের লোকজনের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।