ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত বছরের ১নভেম্বর হতে ৩১অক্টোবর পর্যন্ত এক বছরে প্রায় সাড়ে ২২ কোটি টাকার স্বর্ণ ও মাদক আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮ বর্ডারগার্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের ভেতরে আনা-নেওয়ার সময় ২২কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৮৮৪ টাকার স্বর্ণ ও মাদক আটক করা হয়। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৪২৭৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৩২৬ বোতল ফেনসিডিল, ৯০০৩ বোতল বিদেশি মদ, ১১৪.৯০১ কেজি গাঁজা। যার মূল্য ৪ কোটি ১৯ লাখ ৪৬হাজার ৩৫টাকা। জব্দকৃত অন্যান্য চোরাচালানদ্রব্যের মধ্যে রয়েছে ২৭ কেজি ১১৬.৯০৯ গ্রাম স্বর্ণ। যার মূল্য ১৮ কোটি ২১ লাখ ২১হাজার ৮৪৯ টাকা। ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এক বছরে স্বর্ণ,মাদক চোরাচালান ও পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪৩টি মামলায় এক হাজার ৭৮জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে এক হাজার ৯৩০জন বাংলাদেশি নাগরিক এবং ২২জন ভারতীয় নাগরিকসহ ৪৯ জন দালালকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।