বরিশালের আগৈলঝাডা উপজেলা চত্বরে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সম্পর্কে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবন্ধীরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএস আগৈলঝাড়া সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়ন ও প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা অর্জনে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার এই সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সমগ্র বাংলাদেশের অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালককে ২০১৭ সালে সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে পুরস্কারে ভূষিত করেছেন। তবে কতিপয় স্বার্থন্বেষী ব্যাক্তি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সুনাম বিনষ্ট করার জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জানাযায় যে, কিছু কিছু প্রতি বন্ধিরা উপকৃত হলেও যারা সহায়তা থেকে তারাই অপপ্রচার চালাইয়া যাচ্ছে বলে প্রতিবন্ধিদের অভিযোগ। সরজমিনে সুষ্ঠ বিচারের দাবীতে মানব বন্ধন।