বগুড়ায় দিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলা একাডেমির সমন্বয়ে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জিলা স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। জিয়াউল হক বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই প্রথম সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত শক্ত করতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে। এই সাহিত্য মেলায় সাহিত্যিকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্তি করা হয়েছে। এর মাধ্যমে তারা সাহিত্য চর্চায় উৎসাহিত হবে। আমাদের উদ্দেশ্য ছিল কবি-লেখকদের মিলনমেলা ঘটানোর যা এই মেলার মাধ্যমে পূরণ হয়েছে। তিনি আরো বলেন, ‘বগুড়ায় স্থানীয় অনেক লেখক রয়েছেন। তারা সাহিত্যের বিভিন্ন শাখায় চর্চা করেন। শুধু শুধু সাহিত্য মেলা করে তেমন কোনো ফল পাওয়া যাবে না। এ জন্য সাহিত্য মেলা নিয়ে একটি পাবলিকেশন্স করা হবে। এতে স্থানীয় লেখকদের জেলার সাহিত্য নিয়ে লেখা থাকবে। তা না হলে জেলার সাহিত্য-শিল্প মূল্যায়িত হবে না। সভায় প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. এ.কে.এম কুতুবউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলী। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং বিশিষ্ট কবি ও লেখক বজলুল করিম বাহার প্রমূখ।