কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বাড়াগাঁও-পশ্চিম হাসানপুর সড়কের মাটি ধসে পড়ল খালে। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। পৌর বাজার থেকে বাড়াঁগাও হয়ে পশ্চিম হাসানপুর, দৌলতপুর বউ বাজার, কৃষ্ণপুর ও নুরপুর গ্রামের হাজারো মানুষ এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন দিয়ে যাতায়াত করে। এতে করে যে কোনো সময় সড়কটি ভেঙে যাওয়ার পাশাপাশি ভয়াবহ সড়ক দুর্ঘটনার আশংকা করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বাড়াগাঁও থেকে পশ্চিম হাসানপুর এ সংযোগ সড়কের এক পাশের মাটি সরে গিয়ে খালে পড়ে গেছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সড়কে যানবাহন চলাচল করছে। সতর্ক করে ভাঙ্গন কবলিত অংশে ইট ফেলে দেওয়া হলেও সড়কে এক পাশ দিয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করছে স্থানীয়ারা। এই সড়কে নিয়মিত সিএনজি চালক বিল্লাল হোসেন বলেন, বর্তমানে এই সড়কটি চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সময় সড়কটি ভেঙে যেতে পারে। ভেঙে গেলে আমরা এই রাস্তায় সিএনজি চালাতে পারবো না। তাই দ্রুত মেরামত করার দাবি জানাচ্ছি। পৌরসভার প্রকৌশলী ইঞ্জি. মোঃ কামরুজ্জামান জানান, আমরা বিষয়টি জানতাম না। তবে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।