শরণখোলায় বলেশ্বর নদীর ভাঙ্গন রোধে নদী শাসনের দাবিতে মঙ্গলবার সকালে গাবতলায় মানববন্ধন করেছেন সাউথখালী ইউনিয়নবাসী। মঙ্গলবার (১৫ নবেম্বর) সকাল ১০ টায় সাউথখালী ইউনিয়নের ভাঙ্গনকবলিত গাবতলায় বলেশ্বর তীরে ওয়াপদা বেরিবাধের উপরে এ মানববন্ধন হয়। নদী শাসন আন্দোলন কমিটি শরণখোলার ব্যানারে অনুষ্ঠিত ঘন্টাব্যপী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। নদী শাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বক্তৃতা করেন নদী শাসন কমিটির আহবায়ক আসাদুজ্জামান মিলন, স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, রিয়াদুল পঞ্চায়েত, সাংবাদিক নজরুল ইসলাম আকন, আওয়ামী লীগ নেতা মাস্টার শহিদুল ইসলাম খান, ইমরান হোসেন রাজিব, বীরমুক্তিযোদ্ধা মোকসেদুর রহমান প্রমূখ। বক্তারা বলেন নদী শাসন ছাড়াই বলেশ্বর তীরে পানি উন্নয়ন বোর্ড ৬ বছর ধরে বেরি বাঁধ নির্মাণ করছে। বাধ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বাধের বিভিন্ন পয়েন্টে নদী ভাঙ্গতে শুরু করেছে ধসে পড়ছে সিসি ব্লক। এভাবে চলতে থাকলে সাড়ে তিনশো কোটি ব্যয়ে নির্মাণাধীন বেরি বাধ বলেশ্বর নদে বিলীন হয়ে যাবে। অবিলম্বে বলেশ্বর নদী শাসন কাজ শুরু করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।