মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
দৃষ্টিনন্দন নতুন সড়কে বদলে যাবে ফরিদগঞ্জ চান্দ্রা-সেকদি-টুবগি এলাকার সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন নগরকান্দা ও সালথায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ রাউজানে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা অবরোধ পালিত শেরপুরে কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

উপজেলা আ’লীগ সম্মেলনে এমপি স্বপন অর্থনৈতিক নাভি মহেশখালী

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

দীর্ঘ ছয় বছর পর হলেও জমকালো আয়োজনে উপজেলা আলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন এমপি। ১৬ নভেম্বর বুধবারর কক্সবাজারে মহেশখালী উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২২ বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বক্তব্যে বলেন-কর্মেই ফল। গাছের উপর ছবি টাঙ্গানো জনপ্রিয়তা নয়। ছবি আঁকুক জনগণের হৃদয়ে। এটাই হবে জনপ্রিয়তা। তাঁর সাথে কেউ ষড়যন্ত্র করলেও আশেকের মতোর হাসিমূখে মেনে নেওয়াটাই রাজনৈতিক গুণাবলি। এমনকি তিনি দ্বীপ মহেশখালীকে অর্থনৈতিক নাভি বলে অখ্যায়িত করেন। দ্বীপ উপজেলায় যা হয়েছে সবকিছুর আশেকের নেতৃত্বে হয়েছে। তিনি বক্তব্যে দলীয় নেতৃবৃন্দকে বলেন, বিরোধি দলীয়য় ওই নেতৃর সাথে খেলতে যেয়েন না। উকিল মানুষ আবার মামলা দিয়ে আটকে দেবে। কিন্তু তাঁর ব্যতিক্রমধর্মী বক্তব্যে সোস্যাল মিডিয়ায় ঝড় বইছে। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বাংলাদেশ আলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)র সংসদ জাফর আলম এমপি, উদ্বোধব কক্সবাজার জেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল আলম, প্রধান বক্তা হিসেবে কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, জেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেশখালী সাংগঠনিক টিমের উপ প্রধান মাহবুবুল হক মুকুল, জেলা আলামীগের সদস্য, মহেশখালী সাংগঠিক টিমের সদস্য ও মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা যুবলীগের সভাপতি সোহেল বাহাদুর, জেলা আলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর আলীগের সভাপতি নজিবুল ইসলাম, মাতারবাড়ী ইউনিয়ন আলীগের সভাপতি জিএম ছমি উদ্দীন। প্রথম অধিবেশন শেষে বিকালে দ্বিতীয় অধিবেশন ৩৬০ জন কাউন্সিলবৃন্দের প্ররোক্ষভোটে প্রস্তুতি গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com