আদালত থেকে ২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনস্ত ১৯টি বিওপির বাড়তি শতর্ক অবস্থা জারি করা হয়েছে। মহেশপুর সীমান্তের অবৈধ পথ দিয়ে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে ৫৮ বিজিবি সীমান্তে অতিরিক্ত সতর্কতার পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ভাবে যেন জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গেছে, রবিবার(২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্য্যুদ-প্রাপ্ত দুই আসামি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শাহীন আজাদ জানান, সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে এবং মানব চোরাচালানের সাথে সম্পৃক্ততা ব্যক্তিদের খোজে তল্লাশি চালানো হচ্ছে।