২৯ নভেম্বর মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোডস্থ টিউলিপ স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গাইডেন্স স্পির্কাস প্লাটফর্ম এর আয়োজনে এবং টিউলিপ স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগিতায় ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে এবং একজন ভালো বক্তা হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক অনুষ্ঠান ভোকাবুলারি কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে। টিউলিপ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল মিঃ তুলেন হাসদাক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ভোকাবুলারি কনটেস্ট এর উপর বক্তব্য রাখতে গিয়ে গাইডেন্স স্পির্কাস প্লাটফর্ম এর সভাপতি মোঃ আব্দুল আহাদ বলেন, আলোকিত মানুষ হিসেবে শিশু শিক্ষার্থীদের গড়ে তুলতে আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে পারদর্শীক হতে হবে। মেধা ও মনোন বিকাশের মাধ্যমে একজন ভালো বক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে ছোট থেকেই এই চর্চা করতে হবে। আমরা চাই প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা ইংরেজি চর্চায় তাদের আগ্রহ বৃদ্ধি পাক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ^ সাহিত্য কেন্দ্র দিনাজপুর ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মোঃ সুজন শাহিন রানা, টিউলিপ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল পপি হাসদাক, দিনাজপুর মেডিকেল কলেজের প্রশাসনিক বিভাগীয় কর্মী আনোয়ার সাদাত মানিক, গাইডেন্স স্পিকার্স প্লাটফর্ম এর আমিম ও শরিফুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মকিদ হায়দার শিপন ও মোঃ জাকির হোসেন। ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শব্দ ও তার বানান বিষয়ক প্রশ্ন করলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।