দিনাজপুরের ফুলবাড়ী ২৯বিজিবি’র ব্যবস্থাপনায় ৫টি রিজিয়ন এবং দুটি স্বতন্ত্র সেক্টরের অংশগ্রহণে বিজিবি এ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দফতর মাঠে গত ২৮ (নভেম্বর) শুরু হওয়া এ্যাথলেটিক্স প্রতিযোগীতা বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির এর সভাপতিত্বে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি। এ সময় রংপুর রিজিয়নের সকল সেক্টর কমান্ডার এবং দিনাজপুর সেক্টরের অধীন সকল ব্যাটালিয়ন অধিনায়কসহ সদর দফতর বিজিবি, ঢাকা এবং রংপুর রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উত্তর-পশ্চিম রিজিয়ন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কক্সবাজার রিজিয়ন। ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫টি তাম্র পদক পেয়ে রানারআপ হয়েছে উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসাবে চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের সিপাহী অপু বিশ্বাস এবং কক্সবাজার রিজিয়নের সিপাহী মোঃ কিবরিয়া শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।