শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গোল্ডেন ভয়েস সম্মাননা পেলেন দিনাজপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রশান্ত কুমার রায়

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

শিল্পকলা একাডেমি চত্বরে দিনাজপুরের সু-প্রতিষ্ঠিত এসএস মিউজিক ল্যাব এন্ড একাডেমির পঞ্চম বর্ষপূর্তি ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে গোল্ডেন ভয়েস সম্মাননা-২০২২ পেলেন দিনাজপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রশান্ত কুমার রায়। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে গোল্ডেন ভয়েস সম্মাননা প্রদান করেন বিশিষ্ট বাউল স¤্রাট শফি মন্ডল। প্রশান্ত কুমার রায় সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের বর্তমান সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ বেতারে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তার সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে। জেলা পর্যায়ে তিনি ৩ বার প্রথম স্থান অধিকার করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সংস্কৃতিক মন্ত্রণালয়ের অধিনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গানের ৪টি গান অডিও-ভিডিও রেকোর্ড করা হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ সঙ্গীতা কোম্পানী’র সার্বিক তত্ত্বাবধানে উৎসর্গ’র মাধ্যমে একটি অডিও এবং ১৯৯৮ সালে সঙ্গীতা কোম্পানীর তত্ত্বাবধানে নুপুর শিরোনামে একটি মিক্স এলবাম বাজারজাত করা হয়। তার মধ্যে প্রশান্ত কুমার রায়ের সাথে আরও গান গেয়েছিলেন সুভ্র দেব, মনি কিশোর, পার্থ বড়–য়া, তপন চৌধুরী। শিল্পীর হাতে খড়ি হয় তার বাবা স্বর্গীয় সুদেব কুমার দেব বর্মা ও পরবর্তীতে ওস্তাদ সাইমুদ আলী খান, সুনীল মজুমদার ও সাহান আলী শাহ্ এর নিকট সঙ্গীতে তালিম নেন। শিল্পী গানের মধ্যে দিনাজপুরসহ দেশে প্রতিটি মানুষের অন্তরে স্থান করে নিয়ে বেঁচে থাকতে চান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com