দিনাজপুরের ঐতিহাসিক এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থভুমি শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন নবাগত কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাঈম হোসেন খান। তাকে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে এজেন্ট রণজিৎ কুমার সিংহ ফুল দিয়ে সংবর্ধনা জানান। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজ দেবোত্তর এস্টেটের সদস্য, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাঈম হোসেন খান শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন এবং অনুষ্ঠিত ধর্মীয় রাস মেলার সমন্ধে খোঁজ খবর নেন। রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ শ্রীশ্রী কান্তজিউ মন্দিরের রাস মেলা সমন্ধে বলেন, রাস মেলা সুষ্ঠুভাবে চলছে। আগামী ৬ ডিসেম্বর ১ মাসব্যাপী এই রাস মেলা শেষ হবে। ভক্তবৃন্দের নিরাপত্তার জন্য কাহারোল থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ দায়িত্বে রয়েছে।