শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

মহেশপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৩ পরিবারের বাড়ি ভষ্মিভূত

আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার ঝিনাইদহ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

ঝিনাইদহের মহেশপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৩টি পরিবারের বাড়ি ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় ৩টি পরিবারের ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার পুরন্দপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মহেশপুর ফায়ার সার্ভিসের টিম প্রধান বাকি বিল্লাহ জানান, তারা ধারনা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু জানান, ভয়াবহ এ আগুনে পুড়ে ৩টি ঘরসহ, সরিষা, ধান, চাল ও নগদ টাকা পুড়ে যায়। এ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পুরন্দপুর গ্রামের দরিদ্র নজরুল সরদার ও লিটন সরদার ও রিপন সরদার বলেন, আমাদের পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এলাকার খুবই দরিদ্র মানুষ। আমরা এখন ছোট ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো এ ধরণের আর্তনাদ জানায় তারা। উপজেলা নিবার্হী অফিসার নয়ন কুমার রাজবংশী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষনিকভাবে দুই হাজার টাকা এক বস্তা চাউল দেওয়া হয়েছে এছাড়া সার্বিক সহযোগীতার আশ্বাস দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com