বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
বিশ্ব বাজারে বাংলাদেশি পোশাকের সম্ভাবনার বিষয়ে আশার সঞ্চার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইটের উদ্বোধন নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক ইসলামী ব্যাংকের ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল’-এর মোড়ক উন্মোচন হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: খসরু জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন বিমান কারিগর জুলহাস মোল্লার পাশে তারেক রহমান কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ আছি : শাজাহান খান বরগুনায় লবণাক্ত জমিতে লবণ সহিষ্ণু ফসলের আবাদ শপথ নিলেন নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

ফখরুল দেখে যান, আমির খসরু, নোমান সাহেব দেখে যান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

চট্টগ্রাম জনসভায় ওবায়দুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আট সমাবেশের চেয়ে বেশি লোক হয়েছে আজকে চট্টগ্রামের পলোগ্রাউন্ডের সভায়। জনসমুদ্র তৈরি হয়েছে। তিনি বলেন, ‘ফখরুল দেখে যান। আমির খসরু, নোমান সাহেব দেখে যান।’ গতকাল রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে এ কথা বলেন। জনসভায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, ‘সারা চট্টগ্রাম জুড়ে মিছিল আর মিছিল। ফখরুল খেলা হবে, হবে খেলা।’ এ সময় তিনি আরও বলেন, ‘বীর চট্টগ্রাম প্রস্তুত। খেলা হবে।’ সমবেত মানুষ চিৎকার করে ওবায়দুল কাদেরকে সমর্থন জানান।
ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ আর মন্দার কারণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গরিব মানুষের কথা ভেবে ঘুমাতে পারেন না। তিনি তাদের বাঁচাতে নির্ঘুম রাত কাটান। বিএনপিকে নালিশ পার্টি বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের কথা কেউ বিশ্বাস করে না। লন্ডন ও দুবাইয়ের বস্তা বস্তা টাকা এনে বিএনপি সমাবেশ করছে বলে অভিযোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বিএনপিকে সংবিধান সংশোধনের দিবাস্বপ্ন ভুলে যাওয়ার ও তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com