কুড়িগ্রামে জেলা পরিষদ দৃষ্টিনন্দন শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে। গত (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পুরাতন হাসপাতাল পাড়াস্হ পৌরসভার ২ নং ওয়ার্ডে দৃষ্টিনন্দন জেলা পরিষদ শিশু পার্ক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান, রবি বোস, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু , সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শখার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মাসুদা ডেইজী, শিউলি বেগম, আরমিন নাহার, সাধারণ সদস্য মিনহাজুল ইসলাম আয়ুব,জহির উদ্দিন,একরামুল হক বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চাঁদ প্রমুখ। উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কুড়িগ্রামের উন্নয়ন হবে। ধরলা বীজের পূর্ব পাড়ে শেখ রাসেল শিশু পার্ক আগামীতে করা হবে। তবে এ পার্কটি উদ্বোধনের মধ্যদিয়ে আজ থেকে বিনোদন প্রেমী তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর মনোরম পরিবেশে এসে সময় কাটাতে পারবে। উল্লেখ ২০২০-২০২১ অর্থ বছরে শিশু পার্কটি নির্মাণের প্রাক্কলিত ব্যয় প্রায় ১কোটি ৩৯ লক্ষ যার চুক্তি মূল্য ১কোটি পঁচিশ লক্ষ টাকায় পার্ট-১ শিশু পার্ক নির্মাণ করা হয়। পার্ট- ২ শিশু পার্কের নির্মাণ কাজ অতি শীঘ্রই শুরু করা হবে বলে জানাগেছে। উদ্বোধন শেষে শিশু পার্ক চত্তরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।