নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক ৯৩ কেজি ১০০ গ্রাম ওজনের ০১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর ২০২২) রাত সারে দশটার দিকে ৫৬ বিজিবি আওতাধীন মালকাডাঙ্গা সীমান্ত এলাকা হতে মূর্তিটি উদ্ধার করা হয়। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল নায়েক সুবেদার শেখ আমিরুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৪/২-এস হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়ী সরদারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে খড়ের পালার নিচ হতে পরিত্যক্ত অবস্থায় ৯৩ কেজি ১০০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি যার দৈর্ঘ্য-৪৬ ইঞ্চি, প্রস্থ-২০ ইঞ্চি এবং পুরুত্ব উপরের অংশে উচ্চতা -৫ ইঞ্চি, মাঝের অংশে-৬.৫ ইঞ্চি ও নিচের অংশে-৪ ইঞ্চি মাথার উপর ৪ ইঞ্চি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য তিরানব্বই লক্ষ দশ হাজার টাকা। এছাড়াও পঞ্চগড় সীমান্তে বিজিবি এর এরকম কষ্টি পাথরের মূর্তি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।