সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

১ কোটি ৫৩ লাখ টাকা ব্যায়ে রৌমারীতে লজিক প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

শওকত আলী মন্ডল (রৌমারী) কুড়িগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

রৌমারী উপজেলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইনঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ সমুহের অনুকুলে ২০২১-২০২২ অর্থ বছরের (পিবিসিআরজি) লজিক প্রকল্পের অর্থ সংশিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ করা হয়েছে। কাজে ঠিকাদারের মাধ্যমে করার নিয়ম থাকলেও নিজেদের পছন্দমত লোকের মাধ্যমে কাজ গুলি নি¤œমানের মালামাল দ্বারা কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার দাঁতভাঙ্গা, শৌলমারী, বন্দবেড় ও রৌমারী ৪টি ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরে লজিক প্রকল্পের আওতায় কৃষি ও স্বাস্থ্য খাতে ১৭টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ৫৩ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প গুলি হচ্ছে দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর বিজি স্কুলমাঠে পানি শোধানাগার স্থাপন, দাঁতভাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে একটি পানি শোধানাগার স্থাপন, কাজাইকাটা গাছবাড়ি আশ্রয়ণ কেন্দ্রে একটি পানির সৌরচালিত মিনি পাইপলাইন স্থাপন ও টাপুরচর নাসিরিয়া দাখিল মাদ্রাসা মাঠে দুই কক্ষ বিশিষ্ট টয়লেট স্থাপন ৩৪ লাখ ৬৬ হাজার ৬৯১ টাকা, বন্দবেড় ইউনিয়নে টাপুরচর ভুইয়াপাড়া সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ সুবিধা প্রদান, বাইটকামারী উচ্চবিদ্যালয় মাঠে ৪ কক্ষ বিশিষ্ট টয়লেট স্থাপন, টাপুরচর স্কুলমাঠে টয়লেট স্থাপন, খন্জনমারা স্কুলমাঠে পানি শোধানাগার ও বাগুয়ারচর প্রাথমিক বিদ্যালয়মাঠে পানি শোধনাগার নির্মাণে ৪৬ লাখ ১৮ হাজার টাকা, শৌলমারী ইউনিয়নে সুতিরপার গ্রামে সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ ব্যবস্থা, বেহুলারচর গ্রামে সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ ব্যাবস্থা ও শৌলমারী এম আর স্কুল এন্ড কলেজ মাঠে পানি শোধনাগার স্থাপনে ২৮ লাখ ৮১ হাজার টাকা ও রৌমারী সদর ইউনিয়নের ইজলামারিতে সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ ব্যবস্থা, চর ইছাকুড়ি এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ ব্যবস্থা, চর বামনেরচর আশ্রয়ন কেন্দ্রে টয়লেট নির্মাণ, ইছাকুড়ি জাকির হোসেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে ৩ কক্ষ বিশিষ্ট টয়লেট নির্মাণ ও রৌমারী মডের সরকারি প্রাকমিক বিদ্যালয় মাঠে পানি শোধনাগার নির্মাণে ৪৩ লাখ ৫১ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। অন্যদিকে পানি উত্তোলনে ১৫০ ফিট পাইপ বরিংয়ের কথা থাকলেও সেখানে দেয়া হচ্ছে ৮০ থেকে ৯০ ফিট পাইপ। তবে শৌলমারী ইউনিয়নের কাজের মান ভালো দেখা গেলেও বাকী ৩ টি ইউনিয়নের সরেজমিনে দেখা গেছে কাজের মান নি¤œমানের। গত ৪ আগষ্ট ২০২২ উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে লজিক প্রকল্পের ১ কোটি ৫৩ লাখ ১৮ হাজার টাকা ৪টি ইউনিয়নে ১৭টি প্রকল্পের মধ্যে বিভাজন হয়। সেখানে প্রকল্পের ব্যায় বাদে ব্যাবহৃত জমির মূল্য ১ লাখ টাকা ও প্রশাসনিক ও প্রশিক্ষণ ব্যায় প্রতি প্রকল্পে ২৫ থেকে ২৭ হাজার টাকা দেখানো হয়েছে। সুত্রে জানা যায়, পানি শোধনাগারে পাইপ বড়িং ১৮০ ফিট ধরা থাকলেও মাত্র ৬০-৭০ ফিট বড়িং করা হয়েছে। ৩ নম্বর ইট দিয়ে করা হচ্ছে অবকাঠামোর কাজ। প্রকল্প গুলির সঠিক বাস্তবায়ন হলে কৃষি এলাকার জনমানুষ ব্যাপক ভাবে উপকৃত হবে। এবিষয়ে জেলা কো-অর্ডিনেটর মুছা মিয়া বললে তিনি বলেন, আমি মিটিংয়ে রয়েছি দায়িত্বরত খোকন ও নজরুলের সাথে কথা বলেন। জেলা সমন্বয়ক (ফিনেন্স) খোকন কুমান কুন্ড ও রৌমারী উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম দায়ীত্বপ্রাপ্ত ২ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কোনপ্রকার নি¤œমানের সামগ্রী দ্বারা কাজ করতে পারবেনা। আর নি¤œানের সামগ্রী দিয়ে কাজ করলে সে কাজ বন্ধ করে দেওয়া হবে এবং বিল পাবেনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com