আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শেরপুরে সংবর্ধিত হলোসংবর্ধিত হলো ৭ জন কীর্তিময়ী নারী। শনিবার ১০ ডিসেম্বর দুপুরে নাগরিক সংগঠন জনউদ্যেগের আয়োজনে আমন্ত্রিত অথিথিগণ ৭জন কীর্তিময়ী নারীদের হাতে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এর আগে শহরের চারুভবন মুক্তমঞ্চে এক আলোচনা সভায় জনউদ্যেগের সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, মডেল গার্লস এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক তপন সারোয়ার, জনউদ্যেগের সদস্য সচিব আবুল কালাম আজাদ, নারীনেত্রী আইরিন পারভিন প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্যে জনউদ্যেগ শেরপুর কীর্তিময়ী নারী ২০২২ সালে সংবর্ধিত সাত নারীরা হলেন, সংগঠক ও শিক্ষাবিদে অধ্যাপক তাসলিমা বেগম, সমাজসেবী ও সংগঠকে রাজিয়া সামাদ ডালিয়া, নারী ক্ষমতায়নে শামছুন্নাহার কামাল, কবি ও শিক্ষাবিদে অধ্যাপক খালেদা রায়হান রুবি, তৃণমুলে অনুপ্রেরণাদায়ী অহলা কোচ, মুক্তিযুদ্ধে অবদানে কল্যাণী কর্মকার এবং নারী অধিকার বিষয়ে লুৎফুন্নাহার।