শনিবার লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এম.পি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাউদ্দিন টিপু। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্ত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম, মোঃ বাকের হোসেন, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ। এ সময় বিপুল পরিমাণ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুর এন্ড কলেজ বিগত এক যুগ থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এতে প্রথম পুরস্কার ল্যাপটপ সহ ২০০ জনকে পুরস্কৃত করা হয়।