রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

নগরকান্দায় কবরস্থানের মধ্যে দিয়ে সেচ প্রকল্পের পাইপ লাইন স্থাপন, এলাকাবাসীর ক্ষোভ!

বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় একটি কবর স্থানের উপর দিয়ে বিএডিসির সেচ প্রকল্পের পাইপ স্থাপন করা হয়েছে। সেচ প্রকল্পের এমন কাজে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। খোজ নিয়ে জানাগেছে উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল গ্রামে অবস্থিত (পাঁচ কাইচাইল ও মাঝিকান্দা গ্রামের) দুই গ্রামের মধ্যেবর্তী মুসুল্লিদের ব্যবহৃত কবরস্থানের উপর দিয়ে পাইপ লাইন টানা বা স্থাপন করা হয়েছে। যা জরুরী ভিত্তিতে স্থানান্তরের দাবি জানিয়েছেন দুই গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আগে থেকেই এই সেচ প্রকল্পের ড্রেনটি কবরস্থানের সীমানা ঘেঁষে ব্যবহৃত হতো। কিন্তু হটাৎ করে পূর্বের জায়গা বাদ দিয়ে কবরস্থানের ভিতর দিয়ে পাইপের লাইন স্থাপন করে গেছে সেচ প্রকল্পের লোকজন। যা আমাদের কবরস্থানের জন্য বিপদজনক। এতে কবরস্থানটি ব্যবহারে এলাকাবাসীর অনেক সমস্যা হবে। কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ এসকেন্দার আলী শেখ বলেন, আমাদের কাছে না শুনেই প্রকল্পের লোকজন এ কাজটি করেছে। পাইপটি কবরস্থান বাদে অন্য জায়গা দিয়ে নিলে আমাদের কোনো সমস্যা নেই। প্রকল্প সংশ্লিষ্ট স্থানীয় নুরু মুন্সি বলেন, যে জায়গা দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে সেই জায়গাটি কবরস্থানের নয়। জমির মালিক জায়গাটি অনেক আগে কবরস্থানের কাছে বিক্রি করলেও কবরস্থান কর্তৃপক্ষ টাকা দিতে ব্যর্থ হয়েছে। তাই জমিটি এখন তাদের নয়। বিএডিসি সেচ প্রকল্পের প্রকৌশলী ইকরামুল হক বলেন, পূর্বের জায়গা দিয়ে সেচ প্রকল্পের পাইপ স্থাপন করা কষ্টসাধ্য ব্যাপার, তবে এ পাইপে কবরস্থানের কোনো সমস্যা হবে না। কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান বলেন, বিষয়টি স্থানীয়রা আমাকে অবগত করেছে, চেষ্টা করছি গ্রামবাসীর সাথে কথা বলে সমস্যাটি সমাধান করার। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের ব্যবস্থা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com