সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ১৫ ওভারে প্রথম উইকেটের পতন হলে বিপদে পড়ে ভারত। কারণ এরপর সাত রান তুলতে আরো দুই উইকেট হারায় দলটি।
দলীয় ৪১ রানে ওপেনার শুভমান গিলকে সাজঘরে ফেরান তাইজুল। দলে ২০ রান যোগ করে মাঠ ছাড়েন তিনি। এরপর ৪ রান যোগ হতেই দ্বিতীয় উপলক্ষ এনে দেন খালেদ আহমেদ। সাজঘরে ফেরান ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলকে। ৫৪ বলে তিন বাউন্ডারিতে ২২ রান করেন এই ওপেনার। এরপর ক্রিজে এসে ১ রান তুলেই ফিরেন বিরাট কোহলি। দলের সংগ্রহ তখন ৪৭ রান। দলের এই বেহাল অবস্থায় হাল ধরেন চেতেশ্বর পূজারা ও রিশব পান্ত। এই জুটির তালমিলে দলের সংগ্রহ ৪৭ থেকে ১১২ রানে পৌঁছায়। তখন মেহেদী হাসান মিরাজ এই জুটির ভাঙন ধরান। ৪৫ বলে ৬টি বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৬ রান করা পান্তকে সাজঘরে ফেরেন তিনি।
এরপর চেতেশ্বরের সাথে ক্রিজে জুটি বাধেন শ্রেয়াস আইয়ার। এই জুটি ৬২ রান তুলে ফেলেছেন। দলের সংগ্রহ এখন ৫৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান। চেতেশ্বর আছেন ৪২ রানে। আর শ্রেয়াস ৪১ রান করেছেন।
বাংলাদেশের তাইজুল ইসলাম শিকার করেছেন দুটি উইকেট আর একটি করে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।