মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস পালনে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। গত (২০ ডিসেম্বর) মঙ্গলবার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র আয়োজনে বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ফজর নামাজের পর ২৯ বিজিবি‘র আওতায় সকল সিমান্ত ফাড়ি মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হয়। দুপুর ২টায় আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. আলমগীর কবির (পিএসসি)। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশীষ বিন হাসান (পিপিএম), ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী থানার তদন্ত মোঃ শফিকুল ইসঠাম, অফিসার হাসান মাহমুদ প্রমূখ। এছাড়া বিজিবি দিবসে উপস্থিত ছিলেন বিজিবি’র পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তাগণ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com