শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

দুর্গাপুর উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পৌরশহর ও উপজেলা বিভিন্ন গুরুত্বপুর্ন ইউনিয়নের ঘনবসতিপুর্ন এলাকা গুলোতে এ মাস্ক বিতরণ করা হয়। এ উপলক্ষে মাস্ক বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্নসচিব ড. অর্ধেন্দু শেখর রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, বৃহত্তর ময়মনসিংহের আইনজীবী সাংবাদিক ফোরাম‘র সভাপতি এডভোকেট প্রবীর মজুমদার চন্দন, মুক্তিযোদ্ধা, কর্মরত অফিসার্স, প্রেসক্লাব সাংবাদিক, শিক্ষক, উপজেলা যুবলীগ‘র সহ:সভাপতি পাভেল চৌধুরী সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম বলেন, কোভিড ১৯ সংক্রমণের বর্তমান সময়ে দুর্গাপুর উপজেলায় আক্রান্তের হার তুলনামুলক কম হলেও জনসাধারণের মাঝে সচেতনাবৃদ্ধির লক্ষে মানুষ যেন ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করে, সেই সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে চলাচল করতে আহবান জানান। এজন্য জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান স্যারের নির্দেশে নেত্রকোনা জেলায় একযোগে মাস্কবিতরণ কর্মুচি হিসেবে দুর্গাপর উপজেলাতে বিনামূল্যে ১২হাজার মাস্ক বিতরণ করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com