ক্ষমতাসীন দলের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্দিদের মুক্তি তথা ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টা’র দিকে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন গোসাইবাগ এলাকায় এই গণমিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। পরে পুলিশের বাঁধার মুখে সড়কে না নেমে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শান্তিপূর্ণভাবে ফিরে যান নেতাকর্মীরা। সমাবেশে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে ও শহর বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু। গণমিছিল ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব বন্দিদের মুক্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, ‘বর্তমান সরকার অতীতের সব রেকর্ড ভেঙেছে। তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতাদের জেলে বন্দি করেছে। ভেবেছে যে, বিএনপি বোধহয় নেতৃত্বশূন্য হয়ে গেছে। কিন্তু সরকার বোকার স্বর্গে বাস করছে। আমাদের প্রত্যেক নেতাকর্মী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনেই এ ফ্যাসিস্ট নব্য স্বৈরাচার সরকারের পতন ঘটবে।’ মীর সরফত আলী সপু বলেন, ‘শেখ হাসিনার সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের বিদায় নিতেই হবে। কেননা বিএনপির সাম্প্রতিক গণসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে, এ আওয়ামী লীগ স্বৈরাচার সরকারকে তারা ক্ষমতায় দেখতে চায় না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে এ সরকার পতনের লক্ষ্যে ১০ দফা দাবি আদায়ে রাজপথের আন্দোলন সংগ্রামে থাকব। শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের আহ্বায়ক বীনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলামসহ জেলা ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।