সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

দেশ ও গণতন্ত্রের বিষয়ে কোনো আপোষ নয় : মামুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

দেশ ও গণতন্ত্রের বিষয়ে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। তিনি বলেন, ‘সরকার লুটপাট ও পাচার করে দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে। কেড়ে নিয়েছে মানুষের ভোটাধিকার। তাই দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে হবে। এ বিষয়ে কোনো আপোষ চলবে না।’ গত রোববার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন, ‘এই মাফিয়া সরকারের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের জান-মাল, মানবাধিকার কোনোটাই নিরাপদ নয়।’
তিনি বলেন, ‘এই সরকারের সময় শেষ। তাই তারা আরেকবার মরণ কামড় দিতে চাইবে। কিন্তু যতই নির্যাতন আর অত্যাচার করুক, তারা চলমান আন্দোলনকে ব্যাহত করতে পারবে না।’ সভায় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘হত্যা, গুম, নির্যাতন আর গায়েবি মামলা দিয়ে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা চলছে। কিন্তু জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা এসব ভয়কে জয় করে ফেলেছে। তারা মামলা-হামলাকে আর ভয় পায় না। বরং নিজের জীবনকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দলের জন্য উৎসর্গ করতে মাঠে নেমে এসেছে। যুবদলের প্রত্যেক নেতাকর্মী রক্ত দেয়ার প্রস্তুতি নিয়েই রাজপথে আছেন।’ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের স ালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, মহানগর যুবদল নেতা এম এ গফফার, রবিউল ইসলাম নয়ন, জহির উদ্দিন তুহিন প্রমুখ। উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল করতে এ সভার আয়োজন করা হয়। একইদিন বিকেলে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com