বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

নাটোরের সিংড়ায় ১০০ জন নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন ও ভেড়া বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক এমপি

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

“উন্নত আধুনিক ও মানবিক সিংড়া গড়ে তুলবো আমরা” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় ১০০ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন ও ২০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ৪০০ টি ভেড়া বিতরণ করেছেন প্রতিমন্ত্রী পলক এমপি। রবিবার সিংড়াস্থ নিজ বাসভবনে উপজেলার ১০০ জন নারী উদ্যোক্তাদের হাতে এই সেলাই মেশিন তুলে দেন প্রতিমন্ত্রী পলক। তিনি তাদের উদ্যেশ্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় ও সারা বিশ্বে তাদের সন্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ইংরেজী নববর্ষের প্রথম দিনে ১০০ জন প্রশিক্ষিত নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে তাদেরকে আত্মনির্ভরশীল করার উদ্যেশ্যে এই সেলাই মেশিন দেওয়া হলো। এর মাধ্যমে কাজ করে নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে পারবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ নারী নেতৃবৃন্দ। পরে তিনি সিংড়া গোডাউন পাড়ায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২০০ টি পরিবারের মাঝে ভেড়া বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ভেড়া বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, প্রাণিসম্পদ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রতিমন্ত্রী বলেন, “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রত্যেককে দুইটি করে ভেড়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া হ’লো। এর মাধ্যমে তারা ক্রমান্বয়ে ভেড়াগুলো পালনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নিজেদের পুষ্টি চাহিদা পুরণ করতে পারবে।” তিনি তাদের ভেড়াগুলো যতœসহকারে প্রতিপালন করে সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে পারবে এবং নিজেদের জীবনমান উন্নয়নে অগ্রসর হতে পারবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com