সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে পথে-প্রান্তরে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু নিয়ে মিথ্যাচারে এলাকাবাসীর ক্ষোভ দুই যুগ ধরে কুইচা বিক্রি করে চালাচ্ছেন সংসার শতভাগ পাস : পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সাফল্য ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা তারাকান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি সেরা সংগঠনের পুরস্কারে ভূষিত মৌলভীবাজারে প্রতীকী শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে ঘড়–য়া গ্রামের পন্ডিত সারদা-অন্নদা শহীদ দিবস পালণ সাদা মনের মানুষ আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আঃ হক গাইবান্ধায় রেলের যাত্রীসেবা বাড়াতে বাদিয়াখালি রেলস্টেশনের উন্নয়ন কাজের উদ্বোধন

দেশে চায়ের উৎপাদন কমলেও বাড়ছে ভোক্তা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

দেশে গত কয়েক বছর ধরেই বাড়ছে চায়ের উৎপাদন। সবশেষ মৌসুমে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রাও বাড়িয়ে দেয়া হয়েছিল। যদিও আশানুরূপ উৎপাদন হয়নি, কিন্তু চায়ের অভ্যন্তরীণ ভোগ ক্রমেই বেড়ে চলেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে চায়ের দেশীয় ভোগ হয়েছে আগের বছরের ৫১ শতাংশ।
দেশে চায়ের উৎপাদন সবচেয়ে বেশি হয় জুন-অক্টোবরে। যদিও চায়ের ভোগের পরিমাণ বাড়তে থাকে অক্টোবর থেকেই। গত নভেম্বরের পর চায়ের চাহিদাও বাড়তে শুরু করেছে। চাহিদা অনুযায়ী উৎপাদন না বাড়লে আগামী মৌসুমে চায়ের আমদানির সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে দেশে চায়ের অভ্যন্তরীণ ভোগ ছিল ৯ কোটি ৩৩ লাখ কেজি। যদিও ওই সময় (২০২১ সালে) চায়ের উৎপাদন হয়েছিল ৯ কোটি ৬৫ লাখ কেজি। প্রতি বছর চায়ের ভোগ ৪-৫ শতাংশ হারে বৃদ্ধির হিসাবে গত বছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা কোটি থেকে বাড়িয়ে ১০ কোটি কেজি করা হয়। তবে নভেম্বর পর্যন্ত চা উৎপাদন হয়েছে ৮ কোটি ৬০ লাখ কেজি। সর্বশেষ ডিসেম্বরেও এক কোটি কেজির কম চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফলে চলতি অর্থবছরের উৎপাদনের চেয়েও অভ্যন্তরীণ ভোগ বেশি হবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে চা বোর্ডের কর্মকর্তারা বলেন, গত কয়েক বছর দেশের চায়ের ভোগ ক্রমে বাড়ছে। ২০১৫-১৬ অর্থবছরে চায়ের ভোগ ছিল ৬ কোটি ৭০ লাখ কেজি। ২০১৯-২০ অর্থবছরে তা বেড়ে ৮ কোটি ৬৬ লাখ কেজিতে উন্নীত হয়। এরপর ২০২০-২১ অর্থবছরে ভোগ ছিল ৮ কোটি ৭৩ লাখ কেজি, ২০২১-২২ অর্থবছরে চায়ের বার্ষিক ভোগ ৯ কোটি ৩৩ লাখ কেজি হয়েছে। চলতি অর্থবছরে চায়ের ভোগের পরিমাণ বেড়ে সাড়ে ৯ লাখ কেজি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অর্থবছরের প্রথম পাঁচ মাসে চায়ের অভ্যন্তরীণ ভোগের পরিমাণ ঠেকেছে ৪ কোটি ৭৬ লাখ ২৬ হাজার কেজি, যা বিগত অর্থবছরের দেশীয় বার্ষিক ভোগের ৫১ শতাংশের বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে চা উৎপাদন বৃদ্ধির ধারা চলতি মৌসুমে ব্যাহত হয়েছে মূলত চা শ্রমিকের মজুরি ও ধর্মঘটের কারণে। বছরের মাঝামাঝি টানা ২০ দিনের ধর্মঘটের কারণে দেশের চা উৎপাদন কমে যায়। যার কারণে জুলাই ও আগস্টে চা উৎপাদন কমে যায়। জুলাইয়ে আগের বছরের চেয়ে কম অর্থাৎ ১ কোটি ১২ লাখ ৬৭ হাজার কেজি এবং আগস্টে আগের বছরগুলোর তুলনায় কম অর্থাৎ উৎপাদন হয় ১ কোটি ৭ লাখ ৬২ হাজার কেজি। যদিও সেপ্টেম্বর মাসে বিগত কয়েক বছরের চেয়েও রেকর্ড ১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। সর্বশেষ নভেম্বর পর্যন্ত এক বছরে চা উৎপাদন হয়েছে ৮ কোটি ৬০ লাখ ৫০ হাজার কেজি। যদিও ২০২১ সালের নভেম্বর পর্যন্ত উৎপাদন হয়েছিল ৮ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার কেজি চা। বাগানসংশ্লিষ্টরা বলছেন, দেশীয় চা ভোগ্যতার চেয়েও কম উৎপাদন হলে বাংলাদেশে চায়ের আমদানি বাড়াতেই হবে। তা না হলে অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব হবে না।
এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় চা নিলামকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ব্রোকার্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অঞ্জন কুমার বর্মণ বলেন, দেশে চায়ের ভোগ প্রতি বছরই বাড়ছে। দেশীয় জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বৃদ্ধিসহ বিভিন্ন কারণে চায়ের ভোগ বাড়ে। তাছাড়া শীতকালীন মৌসুম, নির্বাচনকালীন পরিবেশ চায়ের ভোগ বাড়াতে ভূমিকা রাখে। চা উৎপাদন চাহিদা অনুযায়ী না হলে আমদানির ওপর নির্ভরশীলতা ছাড়া কোনো উপায় থাকবে না। এক্ষেত্রে চায়ের উৎপাদন বাড়ানো না গেলে দেশীয় চায়ের দামও বাড়তে পারে।- বণিক বার্তা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com