ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, ‘ডিবি পরিচয় দিলেই গাড়িতে উঠবেন না। যাচাই-বাছাই করবেন। প্রয়োজনে আশপাশের মানুষের সহযোগিতা নেবেন। তাহলেই অপ্রীতিকর সমস্যা অনেকাংশেই সমাধান হবে।’ গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, ‘অনেকেই আমাদের ডিবির নাম ব্যবহার করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। অনেককে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কি না, তা যাচাই করবেন।’ পাঁচ ভুয়া ডিবিকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করে হারুন অর রশিদ বলেন, ‘দুটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার, হ্যান্ডকাফ ও পুলিশের জ্যাকেট পড়ে তারা এসব কার্যক্রম চালাচ্ছে। আমরা অনেককে গ্রেপ্তার করেছি, সামনেও করব। আপনারাও সচেতন থাকবেন। আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না। আমাদের কাছে আসলে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন, আমরা ব্যবস্থা নিয়েছি। যাদের গ্রেপ্তার করেছি, আমরা তাদের রিমান্ডে আনছি। তাদের সঙ্গে আর কারা কারা জড়িত তা শনাক্ত করব।’
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ভুয়া ডিবিকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। গ্রেপ্তারকৃতরা হলোÍলিথুয় সুর, মো. হারুন, জোবায়ের হোসেন, পারভেজ মোহাম্মদ, আরিফ হোসেন ও খোকন চন্দ্র দেবনাথ। তারা দীর্ঘদিন ধরে রাজধানীতে ডিবি পরিচয়ে মানুষকে তুলে নিয়ে ছিনতাই করত।