সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামে বিদ্যানন্দের উদ্যোগে গরীবদের সুপার শপ ও এতিমদের জন্য তিনতলা ভবন এর উদ্বোধন

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

দেশের শীর্ষস্থানীয় সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যাগে কুড়িগ্রাম জেলায় শুরু হয়েছে গরীবের সুপারশপ। আজ ৩ জানুয়ারী কুড়িগ্রাম জেলার হলোখানা ইউনিয়নের চড় সুভারকুটি গ্রামে আয়োজন করা হয় ভিন্নধর্মী এ বাজারের। এই বাজার থেকে দরিদ্র মানুষ নাম মাত্র মুল্যে চাল, ডাল, তেল, আটা, ডিম, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পন্য কিনতে পেরেছে। প্রায় ২৫০ টি পরিবার এর মাধ্যমে সুবিধা পেয়েছে। মাত্র ১ টাকায় ১ কেজি চাল,২ টাকায় ১ কেজি ডাল, ৩ টাকায় ১ লিঃ তেল। এভাবে এই সুপার শপ থেকে নামমাত্র মুল্যে বিভিন্ন রকম পন্য কিনতে পারে প্রতিটি পরিবার। প্রতিটি পরিবার সর্বোচ্চ ১০ টাকার পন্য কিনতে পারবে যার বাজার মুল্য প্রায় ৬০০-৭০০ টাকা। মুলত দরিদ্র মানুষকে পন্য বাছাই করার স্বাধীনতা দেয়া হয় বিশেষ এই বাজারের মাধ্যমে। বিদ্যানন্দের মানবিক ভিন্ন ধর্মী আয়োজনের অনুষ্ঠানে বোর্ড মেম্বার জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেদুল হাসান, হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম প্রমুখ। একই দিনে বিদ্যানন্দের নিজস্ব জায়গায় শুরু নবনির্মিত হযরত আয়শা রাঃ এতিম খানার শিক্ষা কার্যক্রম। তিনতলা বিশিষ্ট ভবনে প্রায় একশত দরিদ্র এতিম মেয়ে পড়াশোনা ও থাকা খাওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বরন করে নেয়া হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও এতিম শিশুদের জন্য এতিমখানা নির্মান করছে। এরই ধারাবাহিকতায় সপ্তম এতিম খানা হিসেবে কুড়িগ্রাম জেলায় তিনতলা বিশিষ্ট এই এতিমখানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গরিবের সুপার শপ কার্যক্রমের পাশাপাশি কুড়িগ্রামে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ পাতিলে প্রায় দের হাজার মানুষের রান্নার আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং গরীব দুঃখি মানুষের মাঝে সে খাবার বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com