সুস্থ দেহ সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষানীতি ২০১০ এর আলোকে ৫১তম শীতকালীন জাতীয় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা প্রতিষ্ঠান পর্যায়ে উদ্বোধন করা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় টংগিবাড়ি উপজেলার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোঃবেলাল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক স্বাস্থ্য একান্ত প্রয়োজন। দেহ সুস্থ থাকলেই মন সুস্থ থাকবে, আর সুস্থ দেহ ও সুন্দর মন থাকলে চিন্তার বিকাশ ঘটবে।মাঠ পর্যায়ে এমন সুন্দর ব্যবস্থাপনার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ আক্তারুজ্জামান ভূইয়া, তিনি ক্রীড়া শিক্ষকদের ক্রীড়া শিক্ষার প্রতি ডেডিকেটেড হতে বলেন।তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট প্রজন্ম গড়তে হবে এবং ডিজিটাল প্রযুক্তির আসক্তি কাটাতে শরীর চর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক তামান্না মুস্তারী বলেন, শিক্ষক-শিক্ষার্থী খেলাধুলা এবং শরীর চর্চার মাধ্যমে স্বাস্থ্য সচেতন ও সুস্থ জীবন যাপন করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খালেদা পারভিন সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। সভাপতির ভাষনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান বলেন, শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নেই। তিনি খেলাধুলার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সবশেষে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাসিমা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিতি ছিলেন। এবারের আয়োজনে ক্রিকেট, এথলেটিক্স, হকি, হ্যান্ডবল, বাস্কেটবল, টেবিলটেনিস, ভলিবল, স্লাইক্লিংসহ মোট আটটি খেলা অন্তর্ভুক্ত রয়েছে।সারা দেশের সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি স্কুলে এই প্রতিযোগিতা একযোগে শুরু হচ্ছে।প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন ১০ জানুয়ারি উপজেলায়, ১৮ জানুয়ারি জেলায় এবং এভাবে চ্যাম্পিয়ন হয়ে সবশেষে ২ ফেব্রুয়ারি যশোরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শেষ হবে।