রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হলিউড সিনেমার মতো কোনো সমাপ্তি হবে না বলে মনে করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর স্টিফেন ওয়াল্ট। তিনি বিশ্বাস করেন, মস্কো এবং কিয়েভকে শিগগিরই একটি সমঝোতায় আসতে হবে, যদি না তারা আজীবন যুদ্ধ চালিয়ে যেতে চায়। এই সমঝোতা দুই দেশের জন্যেই বিব্রতকর এবং দুঃখজনক হতে চলেছে বলেও জানান ওয়াল্ট। তিনি আরও বলেন, আমেরিকানরা এখনও বিশ্বাস করেন হলিউড স্টাইলে এই যুদ্ধের শেষ হবে। কিন্তু আমরা ইরাক ও আফগানিস্তানে দেখেছি, বাস্তবে এমনটা হয় না। বৃটেনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, নিকট ভবিষ্যতে রাশিয়া বাখমুত দখল করতে পারবে না। গত কয়েক মাস ধরেই বাখমুতে যুদ্ধ চলছে। রুশ বাহিনী সেখানে সম্প্রতি কিছু সফলতা পেলেও শহরের নিয়ন্ত্রণ ইউক্রেনীয়দের কাছেই রয়ে গেছে। এমন অবস্থায় বৃটেন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানালো যে, আগামী কয়েক সপ্তাহেও বাখমুতে রাশিয়ার উল্লেখ্যযোগ্য কোনো অগ্রগতি হবে না। রাশিয়ার সামরিক বাহিনী এবং ওয়াগনারের যোদ্ধারা বাখমুতে আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে। কিন্তু ইউক্রেনও নিয়মিত সেখানে নতুন নতুন সেনা পাঠিয়ে ঘাটতি পূরণ করে ফেলছে। এদিকে আল-জাজিরা জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত করা নতুন চার অঞ্চলে ইউক্রেনীয় মুদ্রা নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ এর বরাত দিয়ে জানানো হয়, এখন থেকে শুধু রুশ মুদ্রা রুবল চলবে এসব অঞ্চলে। দনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলে এর আগে রুশ আইনকানুন এবং শিক্ষা পদ্ধতি প্রণয়ন করা হয়েছিল।