বুধবার, ২৬ জুন ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

চরভদ্রাসনে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আফজাল হোসেন (চরভদ্রাসন) ফরিদপুর
  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

ফরিদপুরের চরভদ্রাসনে বেড়িবাধেঁর উপর বসবাসরত দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে। ৬ জানুয়ারী শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজী ডাঙ্গী ও বালিয়াডাঙ্গী এলাকায় নদী তীরবর্তী বেড়িবাধেঁ থাকা বসতিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। এসময় তাদের খোজ খবর নেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে সকলের মাঝে শীতবস্ত্র বিতরনের আস্বাস দেন তিনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক(টিটু) জানান জেলা প্রশাসকের কার্যালয় হতে বরাদ্দকৃত কম্বল ঐ রাতে উপজেলার তিনটি স্থানে বেড়িবাধেঁ থাকা ৫০টি পরিবারের মধ্যে বিতরন করা হয়েছে।এছাড়া উপজেলার ৪টি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে বিতরনের জন্য প্রত্যেক চেয়ারম্যানদের নিকট ৩৯০টি করে মোট ১৫শত ৬০ টি কম্বল হস্তান্তর করা হয়েছে। এ শীতবস্ত্র বিতরন অব্যাহত থাকবে বলেও জানান এই প্রকল্প কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com