বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

পটিয়ায় শীতার্ত মানুষের পাশে মাসুমা করিম ফাউন্ডেশন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

সামাজিক দায়বদ্ধতা থেকে পটিয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মাসুমা করিম ফাউন্ডেশন। ফাউন্ডশনের পক্ষ থেকে শীত নিবারণে চার হাজার অসহায় দুস্থ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার প্রথম ধাপে পটিয়া উপজেলার সাতটি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিজিএমইএ সহ সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির। এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন মহি, আলহাজ্ব নাজিম উদ্দীন, আশিষ তালুকদার, নাজিম উদ্দীন তালুকদার, চৌধুরী ইদ্রিচ, ইমতিয়াজ সোহেল, কুতুব উদ্দিন, নাছির উদ্দিন বাদশা, জসিম উদ্দিন, আলী ওসমান, আব্দুল আলীম, নাজমুল হক বেলাল, এস এম পারভেজ, শাখাওয়াত হোসেন খোকন, ফয়সাল অভি, সুজন মিয়া, জয়নাল আবেদীন, জনি, ওয়াসিম সাকি, আরমান উদ্দিন রুমেল, বিপুল বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাছির বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ। আমরা মানুষের জন্য কিছু করতে চাই। শীত নিবারণে এবার আমরা গায়ে দেওয়ার চার হাজার কম্বল দিয়েছি। তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। প্রধান অতিথি মোহাম্মদ নাছির এই শীতে অসহায় গরীব মানুষের পাশে দ্বাঁড়ানোর জন্য বিত্তশালীদের আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com