সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ দীর্ঘ এক মাস কারাভোগের পরে মুক্তি পেয়েছে। তার এই মুক্তির পরে নিজ দল সহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মুক্তি পেয়েই দলের জন্য আবার ব্যস্ত হয়ে পড়েছেন।যোগাযোগ শুরু করে দিয়েছে নেতাকর্মীদের সাথে। আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, উপজেলার গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে ভাংচুরের একটি নাটকীয় সাজানো মামলায় আমাকে আসামী করা হয়। আওয়ামীলীগ অফিসে কি হয়েছে আমি কিছুই জানতাম না। হঠাত করেই গাড়াদহ আওয়ামীলীগ অফিস ভাংচুর ও বোমা বিস্ফোরণের নাটক সাজিয়ে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করা হয়। সেই সাজানো মামলায় আমাকে ৫ ডিসেম্বর গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। সেই মিথ্যা মামলায় বিনা দোশে একমাস কারাভোগ করি। পরে বিজ্ঞ আদালত আমার জামিন মঞ্জুর করায় আমি কারাবাস থেকে মুক্ত হই। আব্দুল্লাহ আল মাহমুদ আরো বলেন, আমার মতো বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা কোন অপরাধ না করেই অত্র অফিস ভাংচুর ও বিস্ফোরণের সাজানো মামলার আসামী হয়েছে। এসব কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিনাদোষে যেন কাউকে আসামী হয়ে কারাভোগ না করতে হয়। তিনি বলেন, একাধিকবার জেল খেটেছি। জুলুম নির্যাতনের শিকার হয়েছি। যত মামলা হামলা, জুলুম নির্যাতনই হোক, নীতি থেকে এক পাঁ পিছপা হবো না। দলের জন্য নিরলসভাবে কাজ করে যাবো। এদিকে তার মুক্তির পর নেতাকর্মীদের মাঝে যেমন স্বস্তি ফিরে এসেছে তেমনি তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও বইছে আনন্দের বন্যা।