গলাচিপায় প্রগ্রেসিভ লাইভ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর আরবান প্রজেক্ট এর আওয়তায় গলাচিপা মডেল সঃ প্রাঃ স্কুল কক্ষে এক প্রশিক্ষন উন্নয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজন কুমার রায়, ডেপুটি ম্যানেজিং পরিচালক প্রগ্রেসিভ লাইভ ইনসিওরেন্স ঢাকা, বিশেষ অতিথি হিসাবে সংস্থার সহকারী ব্যাবস্থাপক পরিচালক বাসুদেব পাল, গলাচিপা উপজেলা পল্লিউন্নয়ন অফিসার মাহাবুব হাসান শিবলী, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, উপজেলা আ’লীগ নেতা মো.হারুন অর রশীদ ও পানপট্টি ইউনিয়ন আ’লীগ সভাপতি মো.কুদ্দুস মেলকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন কুমার রায় ইনচার্জ গলাচিপা প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি। প্রশিক্ষন ও উন্নয়ন সভায় সংস্থার ইউনিয়ন ও উপজেলা এরিয়া ও ইউনিট প্রধান সহ বিভিন্ন গ্রাহক বৃন্দ ও নারি কর্মীরা অংশ গ্রহন করে। সভায় প্রধান অতিথি বলেন সামাজিক ও পারিবারিক জীবনে ব্যক্তির উন্নতি ঘটাতে হলে শতভাগ স্বচ্ছতা নিয়ে বীমা গ্রহকদের উদ্ধুদ্ধ করে সংস্থার উন্নয় ঘটাতে হবে এবং গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ,গ্রাহকদের প্রাপ্রতা সময়মত পরিশোধ করা এবং আস্থা কল্পে ,দ্রুত কাজকরার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি গ্রাহকদের কোন অবস্থাতেই প্রতারনা বা অর্থ আত্মসাত করলে দেশের আইনে সাজাঁ ভোগকরতে হবে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আবদুল বারী খাঁন, প্রধান শিক্ষক ইটবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উন্নয় সভায় প্রধান অতিথি কর্মীদের “সাফল্যের সূত্র ”লক্ষ্য অর্জনে বিভিন্ন সুবিধার কথা জানান এবং একজন নারী কর্মীকে কাজের সাফল্যের জন্য পুরুস্কার প্রদান করেন।