বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মিশন ও ভিশন বাস্তবায়নে সকলের সাথে সমন্বয় কওে এগিয়েনিয়ে যেতে নেতা-কর্মদের উদ্দেশে সাংগঠনিক নির্দেশনা দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক। পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে ভার্চুয়ালী যুক্ত হয়ে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দুই নেতাবলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশের’আদলে ‘স্মার্ট ছাত্রলীগ’গড়তে জেলা ছাত্রলীগকে নির্দেশনা দেওয় াহয়। বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বওে সদও উপজেলার সামনে থেকে গরীব ও অসহায়মানুষের মাঝে জেলা ছাত্রলীগের সভাপতি অনিকুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইতেখার মাহমুদ সজলের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিভিন্ন সবজি বিতরন করেন। ব্যক্তিগত জমিতে লাউ, শিম, লালশাক, সাদাশাক, কলমিশাক, মুলা, আলু, ঝিঙ্গা, বেগুনসহ ৮ প্রকারের উৎপাদিত একটি অংশ প্রদানকরেন। অনুষ্ঠানেবক্তব্য রখেন জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু , উপজেরা ভাইস চেয়ারম্যান এস.এম বায়েজিদ হোসেন। এসম উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন,জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলামপিরু, শেখ হাসান মামুন, ছাত্রলীগ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।