জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত আয়মা রসুলপুর ইউনিয়নের সীমান্তবর্তী ১নং ওয়ার্ডের ইউ,পি সদস্যে মোঃ রুহুল আমিনের নিজস্ব অর্থায়নে যারা নিতান্তই তীব্র শীতে কষ্ট করছে তাদের খোঁজে বের করে প্রায় দুই শতাধিক দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় হতদরিদ্র গরীব মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ১নং ওয়ার্ডে কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় ইউ,পি সদস্য মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের স্বীকৃতিপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জুবাইদ মোঃ আল ফয়সাল (সিজার),হাই কেয়ার ক্লিনিক ও ডায়াগষ্টিক সেন্টার জয়পুরহাটের মেডিকেল অফিসার ডা. হাসনা হেনা, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, মাওলানা মোঃ জিয়াউল হক,সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম, দুলাল হোসেন ও মোজাহার আলী প্রমুখ। এ সময় আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগে সমাজের দুঃস্থ,অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এহেন মানবিক উদ্যোগে ইউ,পি সদস্য রুহুল আমিন সহ তার পরিবারবর্গ কে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝেই জীবনের সার্থকতা খোঁজার কথা বলেছেন।