শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

শাহজাদপুরে নিখোঁজের ৪ দিন পর করতোয়া নদী থেকে লাশ উদ্ধার: আটক ৪

ওমর ফারুক (শাহজাদপুর) সিরাজগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোজের ৪দিন পরে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে গেছে, উপজেলার আগনুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে শরিফুল ইসলাম তার শশুরবাড়ী সোমবার রাতে চরবেতকান্দী গ্রামে বেড়াতে আসার একদিন পর মঙ্গলবার নিখোজ হয়। নিখোঁজের ৪ দিন পর শনিবার সকালে শশুরবাড়ীর পার্শ্ববর্তী করতোয়া নদীতে হাত পাঁ বাধা লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শশুরবাড়ীর লোকজন পরিকল্পিতভাবে শরিফুলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছিলো। এঘটনায় নিহতের শশুরবাড়ীর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এবিষয়ে, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com