শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

তাড়াশ দিঘড়িয়া বিদ্যালয় খোলা ছাত্রছাত্রী নেই!

গোলাম মোস্তফা বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে দিঘড়িয়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৪র্থ শ্রেণিতে ছাত্রছাত্রী উপস্থিত পাওয়া যায়নি ১৭ জানুয়ারি মঙ্গলবার, ১৬ জানুয়ারি সোমবার। এ দুদিন শিশু শ্রেণি বাদে অন্যান্য ক্লাশে ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন মাত্র ৮জন। সরজমিনে দেখা যায়, দিঘরিয়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দুইজন নারী শিক্ষক উকুন তোলায় ব্যস্ত। সোমবার প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেননা। তিনি বিদ্যালয়ের খেলার মাঠ সক্রান্ত বিষয়াদি নিয়ে উপজেলা শিক্ষা অফিসে কাজে ছিলেন। ৮জন ছাত্রছাত্রী যে যার মতো আনমনা হয়ে বসে রয়েছেন। দিঘড়িয়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী বলেন, শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৮২ জন ছাত্রছাত্রী ভর্তি রয়েছেন। কিন্তু পারিবারিক অসচেতনতার কারণে অনেকই বিদ্যালয়ে আসেননা। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফ আলী বলেন, দিঘড়িয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com