এক সময় জমি চাষের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি ছিল গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ করা। এটি ছিল কৃষকের উপকারের একটি পদ্ধতি। লাঙ্গলের ফলা জমির অনেক গভীর অংশ পর্যন্ত যেত। যার কারণে মাটি খুব সহজে আলগা হয়ে থাকতো। অপরদিকে গরু পায়ের কারণে জমিতে কাদা হতো এবং গোবর জমিতে পরে উর্বর শক্তি অনেকবৃদ্ধি পেত। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরু লাঙ্গল দিয়ে জমি চাষ। আধুনিকতার ছোঁয়ায় হাল চাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয়। এতে হারিয়ে যাচ্ছে গরুর লাঙ্গল দিয়ে জমি চাষ করার পদ্ধতি। গতকাল সকালে জামালপুর সদর উপজেলা শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহী গ্রামে হঠাৎ দেখা মিলে গরু দিয়ে হাল চাষ করার এই দৃশ্যটির। এসময় ওই কৃষক বলেন ‘বাপ-দাদাগো আমল থাইকা গরু দিয়ে হাল চাষ করতাসি, ট্রাক্টর মেশিন দিয়া হাল দিলে জমিনে কেদা কম অয়। যার কারণে ফসলের পরিমাণ কম অয়। গরু দিয়া হাল দিলে টাকা কম লাগে আর ফসলের পরিমাণ মেলা হয়।