ডোমারের চিলাহাটিতে রুপসা আন্তঃনগর ট্রেনের সাথে আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেসের পাওয়ারের সংর্ঘষে চালক মাজেদুল ইসলামসহ ৩৫ যাত্রী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় স্থানীয়রা জানান, চিলাহাটি ষ্টেশনে দুইজন মাষ্টার থাকার পরও বেশী ভাগ সময় পোটার ও পয়েন্টম্যান দিয়ে ষ্টেশন পরিচালনার করা হত। সঠিক লাইন ক্লিলিয়ার না পাওয়ায় ও ঘনকুয়াশার কারনে এ ঘটনাটি ঘটেছে। বুধবার সকাল ৮.৩০ মিনিটে চিলাহাটি রেলষ্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ১নং আপ পয়েন্টে ৩৭৯ ব্রীজ এলাকায় ডোমার থেকে ছেড়ে আসা মিতালীর পাওয়ারের সাথে মুখোমুখি এ সংর্ঘষ ঘটে। এতে ৬৫২৬ ও ৬৫২১ দুই পাওয়ার দুমড়ে মুচকে গিয়ে বিকল হয়ে পরে। ফলে এই সড়কে ৬ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। রুপসা আন্তঃনগর ট্রেনের ইনচার্জ গার্ড নুরুল ইসলাম বলেন, ষ্টেশন মাষ্টারের লাইন ক্লিয়ার পেয়ে যাত্রা শুরু করি। ঘনকুয়াশায় চালক কোন কিছু দেখতে না পাওয়ায় দুর্ঘটনায় পরে। ঘটনার পর থেকে চিলাহাটি ষ্টেশনের দায়িত্বরত ষ্টেশন মাষ্টার টুটুল চন্দ্র সরকারকে পাওয়া যায়নি।