পটুয়াখালী জেলা শ্রমিক দলের আয়োজনে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনিষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী ২০২৩ শনিবার বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান বাবুখানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি।এ ছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।