শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

সাফারী পার্কের সিংহ ‘রাসেল’ ও ‘টুম্পা অসুস্থ : চিকিৎসা মেডিক্যাল বোর্ড

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহ রাসেল(১৬) ও সিংহী টুম্পা(১৫) জীবন মরনের সন্ধিক্ষণে। প্রায় এক মাস যাবৎ খাওয?া-দাওয?াও বন্ধ করে দিয?েছে। ইতোমধ্যে তাদের চিকিৎসায? মেডিক্যাল বোর্ডও গঠন করা হয?েছে। গত রবিবার মেডিক্যাল টিমের প্রধানসহ পাঁচ সদস্য সাফারি পার্কে এসে রাসেল ও টুম্পার পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন। চিকিৎসকদের দাবী ওরা গ্যাস্ট্রোলোজিক্যাল সমস্যায? ভুগছে। এক বছরের ব্যবধানে রাসেল ও টুম্পাকে জন্ম দিয়ে অল্প বয়সে মারা যায় মা হীরা। এর পর থেকে বাবা সোহেলের সঙ্গে ভালোভাবেই দিন অতিবাহিত করছিল ওরা। এক পর্যায?ে নদী নামে এক সিংহীর সঙ্গে সম্পর্কে জড?ায? সোহেল। দীর্ঘদিন সোহেল ও নদী একসঙ্গে সুখে জীবনযাপন করলেও গত বছর ওরা দুই জনই মারা যায?। পার্ক কর্তৃপক্ষ জানায?, অসুস্থ সিংহ রাসেল ২০০৭ সালের ১৫ অক্টোবর এবং সিংহী টুম্পা ২০০৮ সালের ২০ নভেম্বর সাফারি পার্কে জন্মগ্রহণ করে। সিংহ সাধারণত ১৬ থেকে ২০ বছর পর্যন্ত বেঁচে থাকে বর্তমানে রাসেলের বয?স ১৬ ও টুম্পা ১৫ বছর অতিক্রম করেছে। করবাজার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে পার্কে পাঁচটি সিংহ রয?েছে। দুটি সিংহ ও তিনটি সিংহী গত ১৪ ডিসেম্বর থেকে সিংহ রাসেল ও সিংহী টুম্পা খাবার গ্রহণ বন্ধ করে দিয?েছে। ওদের শরীরে বাত ব্যথা ও দাঁতে ক্ষয? ধরেছে। শরীরের বিভিন্ন স্থান অবশ হয?ে যাচ্ছে। ঘন ঘন প্রস্রাব করছে। এর পর থেকে বেষ্টনীতেই রেখে ওদেরকে চিকিৎসা দিয?ে আসছিলেন সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন। মাঝখানে তারা কিছুটা সুস্থ হলেও আবারও অসুস্থ হয?ে পড?ে। পরে তাদের অধিকতর চিকিৎসার জন্য গত ৭ জানুয?ারি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয? বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরীর কাছে চিঠি পাঠানো হয? ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত ১৪ জানুয?ারি বিভাগীয? বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী রাসেল টুম্পার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করেন।চট্টগ্রাম পশুচিকিৎসা ও প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয?ের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ড. বিবেক চন্দ্র সূত্রধরকে এ টিমের প্রধান করা হয?েছে। তাঁর সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, চকরিয?া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন সহ ৪ জনকে। মেডিক্যাল টিমের বরাত দিয?ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয? বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাসেল ও টুম্পার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয?েছে। মেডিক্যাল টিমের পরামর্শে চিকিৎসা চলছে। চিকিৎসকদের ভাষ্যমতে, মানুষ আর প্রাণীর রোগ অনেকটা একই ধরনের। মানুষের স্বাভাবিক যে রোগগুলো হয?, প্রাণীদের ক্ষেত্রেও একই রকম হতে পারে। বিভাগীয? বন কর্মকর্তা আরও বলেন, চিকিৎসকদের মতে সিংহ রাসেল ও সিংহী টুম্পা গ্যাস্ট্রোলোজিক্যাল সমস্যায? ভুগছে। সে জন্য তারা খাবার খেতে চাচ্ছে না। আশা করি শিগগিরই ওরা সুস্থ হয়ে উঠবে। মেডিকেল টিমের বরাত দিয?ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয? বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাসেল ও টুম্পার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয?েছে। মেডিকেল টিমের পরামর্শে চিকিৎসা চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com